হাসপাতাল থেকে বেরোলেন অর্জুন, মমতার বিরুদ্ধে FIR-এর হুমকি মুকুলের

GHOSH ARPAN

এক প্রকার জোর মঙ্গলবার করেই হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। আর বেরিয়েই বিষ্ফোরক তিনি। হাসাপাতাল থেকে বেরনোর পরা তাঁকে খুন করার চক্রান্ত হয়েছিল বলে বিষ্ফোরক দাবি করলেন তিনি। মনোজ বর্মার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর করতে গেলেও তা মনোজ বর্মা নেননি বলে অভিযোগ তাঁর। আগামী দু’দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা হবে বলে হুমকি দেন তিনি। পাশাপাশি ইট নয়, তাঁর মাথায় লাঠি, বন্দুকের বাট দিয়ে আঘাত করা হয়েছে বলে এদিন সরব হন তিনি। যা মেরেছেন মনোজ বর্মা বলে অভিযোগ তাঁর। কটাক্ষ করে তিনি বলেন, মনোজ বর্মা আগেও পুরস্কৃত হয়েছেন, আমাকে আবার মেরেও পুরস্কৃত হবেন। পুলিশ সেদিন সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ। পাশাপাশি, বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর বিরুদ্ধে ৪৭টি মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে অর্জুন সিং দলের আহত কর্মীদের দেখতে গিয়েছিলেন।  

অর্জুন সিংকে মারা প্রসঙ্গে মুকুল রায় দিল্লিতে সংবাদিক বৈঠক করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা উচিত। মনোজ বর্মা ও জ্ঞানবন্ত সিং শাসক দলের কর্মীর মতো কাজ করছেন বলে অভিযোগ করেন মুকুল রায়। ঘটনার দিন মনোজ বর্মা কেন ব়্যাফের পোশাক পরেছিলেন সে নিয়ে অভিযোগ তোলেন মুকুল রায়। পাশাপাশি রিজওয়ানুর ঘটনার কথা মনে করিয়ে দিয়ে এক ধরণার ছবি দেখান তিনি। জ্ঞানবন্ত সিংয়ের বিরুদ্ধে হাই কোর্ট ব্যবস্থা নিতে বলেছিল, কিন্তু রাজ্য সরকার তা নেয়নি বলেও অভিযোগ বিজেপি নেতা মুকুল রায়ের।


Find Out More:

Related Articles: