সপ্তমী তে কলাবৌ স্নান কথা

Paramanik Akash
সপ্তমীতে  কলাবৌ নামে যে দেবী পূজিত হন সেটি আসলে নবপত্রিকা।কালিকাপুরানে নবপত্রিকা পূজার উল্লেখ না থাকলেও বুহুকাল ধরে সপ্তমী তিথিতে এই পূজা চলে আসছে। সবরালি জাতি নয়টি বিশেষ গাছের পাতা সামনে রেখে নবপত্রিকা উৎসব করত।সেই থেকে তাদের নবপত্রি দুর্গার পাশে স্থাপিত হয়েছে। এখানে নয়টি বিশেষ উদ্ভিদ নয়াটি বিশেষ রুপে পুজিত হয়।
যেমন- কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণী। কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী কালিকা।  হলুদ গাছের অধিষ্ঠাত্রী দেবী উমা। জয়ন্তি গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকা। বেল গাছের অধিষ্ঠাত্রী দেবী শিবা। ডালিম গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা। অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী শোকহরিতা। মানকচু গাছের অধিষ্ঠাত্রী দেবী চামুন্ডা। ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী লক্ষী। এই নয় উদ্ভিদ কে শ্বেত অপরাজিতার লতা ও হলুদ রঙের সুতো দিয়ে বেঁধে নবপত্রিকা রুপি নব দুর্গার পুজা করা হয়।


Find Out More:

Related Articles: