ধর্মের দোহাই দিয়ে আর পশুবলি দেওয়া যাবে না, ঐতিহাসিক রায় ত্রিপুরা হাই কোর্টের

Paramanik Akash
ত্রিপুরায় ধর্মের দোহাই দিয়ে আর পশুবলি দেওয়া যাবে না। কারণ, পশুবলির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল ত্রিপুরা হাই কোর্ট। রাজ্যের কোনও মন্দিরেই আর পশুবলি দেওয়া যাবে না। এমনকী খোদ রাজ্য সরকার চাইলেও দেওয়া যাবে না । ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ এই ঐতিহাসিক রায় দিয়েছে। রায়ে হাই কোর্ট স্পষ্ট জানিয়েছে, পশুপাখিদেরও বেঁচে থাকার মৌলিক অধিকার আছে। ত্রিপুরার কোনও মন্দিরের ত্রিসীমানায় আর পশুবলি দেওয়া যাবে না। পশুবলির অনুমতি দিতে পারবে না রাজ্য সরকার। এমনকী, সরকার নিজস্ব উদ্যোগেও আর বলি দিতে পারবে না।”
এই নির্দেশ দ্রুত কার্যকর করার জন্য প্রত্যেক জেলাশাসক এবং পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট ।
এক জনস্বার্থ মামলা করেন ত্রিপুরার অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ সুভাষ ভট্টাচার্য। তিন দিন ধরে সেই মামলার শুনানি চলে ডিভিশন বেঞ্চে। রাজ্যের তরফে বলি বন্ধের বিরোধিতা করে যুক্তি দেখানো হয় , শত শত বছর ধরে এই প্রথা চলে আসছে।
প্রসঙ্গত, ত্রিপুরার বেশ কিছু মন্দিরে অসংখ্য পশুবলি হয়। এবং অধিকাংশ বলির খরচ সরকার নিজেই জোগায়।


Find Out More:

Related Articles: