জয় শ্রী রাম
যখন আমাদের দেশ পরাধীন ছিল। তখন হিন্দু-মুসলিম ভাই -ভাই ছিল। একে - অপরের বিপদে ঝাপিয়ে পড়ত। দেশ মুক্তি - সংগ্রামে এক সঙ্গে জীবন উৎসর্গ করেছিল। দেশ ভাগ হয়ে যাওয়ার সময়, অনেক মুসলমান , ভারতবর্ষের মাটিকে ছেরে,দেশ-মাতা কে , ছেরে যায়নি। কারন তারা এই দেশ কে, নিজের মা ভাবত। আজ দিন পাল্টেছে। মানুষের ঘরে বিজলি-বাতি জ্বলছে। শিক্ষিত হচ্ছে।
আধুনিক প্রযুক্তি অবলম্বন করছে। বিজ্ঞান নির্ভর হচ্ছে। কিন্তু আমরা কি দেখছি ! মানুষ আজও জাত- পাতের ভুত, ভর করে আছে। জয় শ্রীরামের নামে, রাজনীতি করছে, ভোট চাইছে। শ্রী রামের নামে মানুষ খুন করে, উন্মাদের হাসি হাসছে। আর শিক্ষিত মানুষেরা সচেতন থেকে- আরও অচেতন হচ্ছে। কেউ প্রতিবাদ করছেনা। বরং মনে মনে খুশি হচ্ছে। শ্রী রাম প্রভু তো , দুষ্টের দমন , শিষ্ঠের পালন করে ছিলেন। আজ তাকেই, বদনাম করছে। আর বলছে , জয় শ্রীরাম ।।