শুরু সূর্যগ্রহণ, কেন এবং আর কবে হবে জেনে নিন

ARPAN GHOSH

সূর্য, চাঁদ, পৃথিবী এক সরল রেখাতে হলে তবেই ঘটে গ্রহণ। চাঁদ কিছুক্ষণের জন্য সূর্য আর পৃথিবীর মাঝে চলে আসায় চাঁদের ছায়া পড়ছে সূর্যের ওপর। আর তাতেই এই গ্রহণ। ইতিমধ্যেই শুরু হয়েছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের সময়কাল, সকাল ৮টা ২৭ মিনিট থেকে ১১টা ৩২ মিনিট পর্যন্ত। টানা ৩ ঘণ্টা ৫ মিনিট স্থায়ী থাকবে গ্রহণ। 

 

NASA জানাচ্ছে, এই শতাব্দীতে ২২৪টির বেশি সূর্যগ্রহণ হওয়া সম্ভব নয়। তার মধ্যে মাত্র ৬৭টি গ্রহণ হবে পূর্ণগ্রাস। তার মধ্যে ১২টি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ২০০১ সালের ২১ জুন থেকে ২০১৯-এর ২ জুলাই পর্যন্ত। ফলে, বাকি রয়েছে আর সূর্যের মাত্র ৫৫টি পূর্ণগ্রাস। একুশ শতকে হবে ৭২টি বলয়গ্রাস আর ৭৭টি খণ্ডগ্রাস। আর পূর্ণগ্রাস ও বলয়গ্রাস মিলিয়ে সূর্যের মিশ্র (হাইব্রিড) গ্রহণ হবে ৭টি।

 

নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের তরফে জানানো হয়েছে, এই একুশ শতকে এক বছরে সর্বাধিক সূর্যগ্রহণের সংখ্যা হবে ৪টি। তার মধ্যে একটি বছর চলে গিয়েছে ইতিমধ্যেই, সেটা ২০১১। একই ঘটনা ঘটবে ২০২৯, ২০৪৭, ২০৬৫, ২০৭৬ এবং ২০৯৪ সালেও।

Find Out More:

Related Articles: