শেষ টেস্ট ম্যাচ হারের জ্বালায় কিছুটা প্রলেপ পড়ল। টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে সিরিজ জিতে নিল ভারত। সেই সঙ্গে আরও একটি রেকর্ড গড়ে ফেললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে টানা ১৪ টি টি-টোয়েন্টি জয়ের নজির গড়লেন রোহিত শর্মা। এদিন টসে জেতে ইংল্যান্ড। ফলে প্রথম ব্যাট করতে হয় ভারতকে। রোহিত শর্মার সঙ্গে ওপেন করে নেমেছিলেন ঋষভ পন্থ।বেশ দ্রুত রানও তুলছিলেন তাঁরা। কিন্তু ম্য়াচের পঞ্চম ওভারেই ছন্দপতন! প্যাভিলিয়নে ফেরেন রোহিত। তিন নম্বর ব্যাট করতে নেমে ফের ব্য়র্থ হলেন বিরাট কোহলি। সপ্তম ওভার পরপর দু'বলে কোহলি ও পন্থকে আউট করেন রিচার্ড গ্লিসন। ভারতের ইনিংস শেষ হয় ১৭০ রানে।
ভারত ১৭০ রান তুললেও বার্মিংহামের মাঠে তা নিশ্চিন্ত স্কোর বলা যাচ্ছিল না। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ইংল্যান্ডের সামনে ১৭০ রানও বিরাট বড় হয়ে ওঠে। সুইংয়ের দাপট দেখান ভুবনেশ্বর কুমার। ম্যাচের সেরাও হন তিনিই। প্রথম বলেই জেসন রয়ের উইকেট তুলে নেন ভুবনেশ্বর। জস বাটলারকেও (৪) ফিরিয়ে দেন তিনি। তিনটি উইকেট নেন ভুবনেশ্বর। যশপ্রীত বুমরা নেন দু’উইকেট। যুজবেন্দ্র চহালও দু’উইকেট নেন। একটি করে উইকেট নেন হার্দিক পাণ্ডিয়া এবং হর্ষল পটেল। ইংল্যান্ডের হয়ে মইন আলি ৩৫ রান করেন। ৩৩ রান করেন ডেভিড উইলি। ৪৯ রানে হেরে যায় ইংল্যান্ড। নটিংহ্যামে রবিবারের ম্যাচের আগেই সিরিজ জিতে নিল ভারত। শেষ ম্যাচে ফের দলে পরীক্ষানিরীক্ষা করার সুযোগ পাবেন রাহুল দ্রাবিড়রা।