৩৮ মিনিটের লড়াই, বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধু
সেমিফাইনাল যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই
যেন ফাইনাল শুরু করলেন ভারতী শাটলার পিভি সিন্ধু। জাপানের ওকুহারকে হারিয়ে প্রথম
ভারতীয় হিসাবে বিশ্বচ্যাম্পিয়নশিপ জিতলেন পিভি সিন্ধু। এ যেন মধুর বদলা। ২০১৭ সালে
ওকুহারার কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল সিন্ধুকে। এবারে তাঁকে হারিয়েই চ্যাম্পিয়ন।
প্রথম গেমেই মাত্র ১৬ মিনিটে ২১ -১ এগিয়ে যান সিন্ধু তারপর দ্বিতীয় গেমেও
ওকুহারাকে কোনও সুযোগ দেননি। ২১-৭ জিতে নেন স্বিতীয় গেম। মাত্রা ৩৮ মিনিটেই সোনা
জিতেনেন তিনি।
সিন্ধুর এই জয়ে উচ্ছ্বসিত ভারত। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সবাই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন পিভি সিন্ধুকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটে লেখেন, 'আরও একবার দেশকে গর্বিত করেছে প্রতিভাধর পিভি সিন্ধু। বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নে সোনা জেতায় তাঁকে অভিনন্দন জানাচ্ছি। ব্যাডমিন্টনের জন্য তাঁর আবেগ ও পরিশ্রম অনুপ্রেরণাদায়ী। তাঁর সাফল্য বাকিদের অনুপ্রেরণা দেবে।'
সেমিফাইনাল যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন ফাইনাল শুরু করলেন ভারতী শাটলার পিভি সিন্ধু। জাপানের ওকুহারকে হারিয়ে প্রথম ভারতীয় হিসাবে বিশ্বচ্যাম্পিয়নশিপ জিতলেন পিভি সিন্ধু। এ যেন মধুর বদলা। ২০১৭ সালে ওকুহারার কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল সিন্ধুকে। এবারে তাঁকে হারিয়েই চ্যাম্পিয়ন। প্রথম গেমেই মাত্র ১৬ মিনিটে ২১ -১ এগিয়ে যান সিন্ধু তারপর দ্বিতীয় গেমেও ওকুহারাকে কোনও সুযোগ দেননি। ২১-৭ জিতে নেন স্বিতীয় গেম। মাত্রা ৩৮ মিনিটেই সোনা জিতেনেন তিনি।
সিন্ধুর এই জয়ে উচ্ছ্বসিত ভারত। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সবাই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন পিভি সিন্ধুকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটে লেখেন, 'আরও একবার দেশকে গর্বিত করেছে প্রতিভাধর পিভি সিন্ধু। বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নে সোনা জেতায় তাঁকে অভিনন্দন জানাচ্ছি।