টি টোয়েন্টি থেকে অবসর মিতালী রাজের

GHOSH ARPAN

গত বছর টি ২০ বিশ্বকাপ থেকেই ইঙ্গিত মিলছিল। অনিয়মিত ছিলেন টি ২০ স্কোয়াডে। এবার সেই জল্পনার অবসান হলো। টি ২০ ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের প্রথম টি ২০ মহিলা অধিনায়ক মিতালী রাজ। ২০০৬ সাল থেকে ভারতীয় মহিলা টি ২০ দলের অধিনায়ক ছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই ২০১২, ২০১৪ এবং ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপ খেলে ভারত। টি ২০-তে ভারতীয়দের মধ্যে তিনি সর্বোচ্চ রানের অধিকারী। ৮৯টি টি ২০ ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ২৩৬৪ রান। ২০২১ ওয়ান ডে বিশ্বকাপে ফোকাস করতেই এই সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে।

অন্যদিকে, প্রথম টেস্টে এক পেশে জয় ছিনিয়ে নেওয়ার পর দ্বিতীয় টেস্টও অনায়াসে জিতল জিতল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে বুমরার বিষাক্ত সুইংয়ে ছ্ন্নছাড়া হয়ে গিয়েছিল ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপ। দ্বিতীয় ইনিংসেও ভারতের বৈচিত্রপূর্ণ বোলিংয়ে শেষ জেসন হোল্ডারদের ইনিংস। এর ফলে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজেই জয় পেল কোহলির নেতৃত্বাধীন ভারত।

প্রথমে টি ২০, তারপর ওয়ান ডে। ঠিক একই ভাবে একপেশে টেস্ট সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। একই সঙ্গে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের মগডালে কোহলিরা। দুটি টেস্ট জেতায় কোহলিদের পয়েন্ট এখন ১২০। পাশাপাশি ভারতীয় অধিনায়ক হিসাবেও সবচেয়ে বেশি টেস্ট জেতার রেকর্ড করে ফেললেন বিরাট কোহলি। ৬০টি টেস্ট খেলে মহেন্দ্র সিং ধোনি জিতেছিলেন ২৭টি টেস্ট। সেখানে ৪৮টি টেস্ট খেলে অধিনায়ক হিসাবে ২৮টি ম্যাচ জিতেছেন বিরাট কোহলি। অর্থাত ভারতের সফলতম অধিনায়ক হলেন ভিকে।



Find Out More:

Related Articles: