আজকের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ

frame আজকের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ

GHOSH ARPAN

ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ করে দেশের মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে এবার লড়াই নামছে বিরাট বাহিনী। বিশ্বকাপের পর এই প্রথম দক্ষিণা আফ্রিকার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। যদিও দু দিন আগেই মুখোমুখি হতো, কিন্তু ধর্মশালায় বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হয়ে যায়। তাই আজ সিরিজের দ্বিতীয় টি ২০ দিয়ে প্রথম লড়াই শুরু বিরাট আর ডি ককের দলের। যদিও বল গড়ানোর আগেই হুঙ্কার দিয়ে রেখেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডেভিড মিলার। তিনি আইপিএল খএলার দরুন ভারতের প্রায় সব মাঠের চরিত্রই বোঝেন। তবে তুলনামূলকভাবে তরুণ ব্রিগেড নিয়ে ভারতের বিরুদ্ধে সিরিজে নামবে কুইন ডিকক বাহিনী।

অন্যদিকে ভারত ক্যারিবিয়ান সফর থেকেই আগামী বছরের টি ২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। তরুণ দিয়ে সুযোগ দিয়ে প্রথম একাদশ আর রিজার্ভ বেঞ্চ যাচাই করে নিচ্ছে। তবে আজকের ম্যাচে কে এল রাহুলের উপর ভরসা রাখতে পারেন বিরাট। টেস্ট দল থেকে বাদ পড়লেও টি২০ ম্যাচ ভালোই খেলেন। সুযোগ পেতে পারেন দীপক চাহার আর নভদীপ সাইনি। দলে ফিরতে চলেছেন হার্দিক পাণ্ডিয়া। আর দল যখনই বিপদে পড়েছে, তখনই ত্রাতায় ভূমিকরায় অবতীর্ণ হয়েছেন রবীন্দর জাদেজা। তাই তাঁর দলে থাকা নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিতার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ –

শিখর ধাওয়ান

রোহিত শর্মা

বিরাট কোহলি (অধিনায়ক)

কেএল রাহুল

ঋষভ পন্থ

হার্দিক পাণ্ডিয়া

ক্রুণাল পাণ্ডিয়া

রবীন্দর জাদেজা

কুলদীপ যাদব

দীপক চাহার

নভদীরপ সাইনি


Find Out More:

Related Articles:

Unable to Load More