সিরিজ জয়ের ম্যাচে নজরে ঋষভ

GHOSH ARPAN

মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরী ভাবা হয় তাঁকে। অসম্ভব প্রতিভাবান ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থ। কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যান হলেও দলের প্রয়োজনের সময় দায়িত্ব না নিয়ে বেহিসেবি শর্ট খেলেন। যার ফল স্বরুপ উইকেটের মাশুল গুনতে হয় টিমকে। নতুন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর দায়িত্ব নেওয়ার পরই নাম না করে দলের সমস্ত ক্রিকেটারকে দায়িত্ব নিয়ে খেলার কথা বলেছেন। হেড কোচ এবং অধিনায়কও প্রায় একই লাইনে কথা বলেছেন। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জেতার ম্যাচে তাঁকে কড়া নজরে রাখার সম্ভাবনাই বেশি টিম ম্যানেজমেন্টের। ইতিমধ্যেই সুনীল গাভাসকারের মতো কিংবদন্তী সঞ্জু স্যামসনের নাম তুলেছেন। সব দিক বিচার করলে ঘরের মাঠে কুইন ডি ককের টিমের সঙ্গে সিরিজ ঋষভের কাছে কঠিন পরীক্ষার মতো। ধর্মশালায় প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় মোহালি ছিল সিরিজের প্রথম ম্যাচ। সেই ম্যাচ ভারত জিতেছে সাত উইকেটে। বিরাট কোহলি ক্যাপ্টেনস ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছেন। তবে সিরিজ জিততে হলে চিন্নস্বামীতে জিততেই হবে বিরাট বাহিনীকে। তবে নতুন ব্যাটিং কোচ সহ টিম ম্যানেজমেন্ট তাকিয়ে ঋষভের ব্যাটের দিকে।  

অন্যদিকে, সিরিজের দ্বিতীয় টি ২০-তে ১৫০ রানের টার্গেট তাড়া করতে নেম দ্রুত রোহিত শর্মার উইকেচ হারায় ভারত। তারপর শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি ইনিংস টেনে নিয়ে যায়। শিখর করেন ৪০ রান আর বিরাট করেন ৭২ রান। ম্যান অফ দি ম্যাচ হন অধিনায়ক বিরাট কোহলি।

 


Find Out More:

Related Articles: