ফিফার বর্ষসেরা LM10 লিওনেল মেসি

frame ফিফার বর্ষসেরা LM10 লিওনেল মেসি

GHOSH ARPAN

সম্প্রতি একটি খবর ভাইরাল হয়ে গিয়েছিল। গ্রেট ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এক সাক্ষাতকারে বলেছিলেন, আমার সেরা গোলের থেকেও আমার বান্ধবীর সঙ্গে সেক্সের মুহূর্ত অনেক বেশি কাছের। যদিও এ খবরের সত্যতা যাচাই করেনি । তবে সব কিছু ছাপিয়ে উঠে এসেছিল ফিফার বর্ষসেরা ফুটবলার কে হবেন তা নিয়ে। কিন্তু সোমবার মিলানে ফিফার সেই জমকালো অনুষ্ঠানে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জানা যায়নি কেন তিনি ছিলেন না। তবে তাঁর সঙ্গে কাঁটে কি টক্কর যাঁর ছিল সেই পেলেন এই পুরষ্কার। অর্থাত ফিফার বর্ষসেরা ফুটবলার পুরষ্কার যাঁর হাতে উঠল তিনি আর কেউ নন, এক এবং অদ্বিতীয়ম লিওনেল মেসি। এই নিয়ে ৬ বার আর্জেন্টিনিয়ান অধিনায়কের হাতে উঠল এই পুরষ্কার। ২০০৯, ২০১০, ২০১১,২০১২,২০১৫-র পর ২০১৯। বার্সেলোনা তারকা লা লিগা ট্রফি যেমন ক্লাবের ঘরে তুলেছে তেমনি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলেছেন মেসি।   

মেসি বর্ষসেরা ফুটবলার যেমন হয়েছেন, তেমনি বর্ষসেরা কোচ হয়েছেন লিভারপুলের য়ুর্গেন ক্লপ। মেগান ব়্যাপিনো হয়েছেন সেরা মহিলা ফুটবলার। পুরুষদের সেরা গোলকিপার হয়েছেন লিভারপুলের ব্রাজিলও গোলকিপার অ্যালিসন বেকার। সেরা মহিলা কোচ হয়েছেন জিন এলিস। তিনি যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ জয়ী কোচ। মেসি বর্ষসেরা ফুটবলার যেমন হয়েছেন, তেমনি বর্ষসেরা কোচ হয়েছেন লিভারপুলের য়ুর্গেন ক্লপ। মেগান ব়্যাপিনো হয়েছেন সেরা মহিলা ফুটবলার। পুরুষদের সেরা গোলকিপার হয়েছেন লিভারপুলের ব্রাজিলও গোলকিপার অ্যালিসন বেকার। সেরা মহিলা কোচ হয়েছেন জিন এলিস। তিনি যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ জয়ী কোচ।

 



Find Out More:

Related Articles:

Unable to Load More