ভারতীয় শিবিরে জোর ধাক্কা, ছিটকে গেলেন বুমরা
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল ভারত। শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষ স্থানে ওঠে। তবে সেই শীর্ষ স্থান ধরে রাখতে প্রোটিয়াদের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সিরিজ শুরুর আগেই জোর ধাক্কা ভারতীয় শিবিরে। কোমরে হালকা চিড় ধরার কারণে সিরিজ থেকেই চিটকে গেলেন তিনি। যা এককথায় ভারতের সর্বনাশ, আর দক্ষিণ আফ্রিকার পৌষমাস। কারণ দু’প্লেসিদের বুমরা নামক আতঙ্ক আর তাড়া করবে না। কিন্তু বিরাট কোহলিরা হারাল তাঁদের এক নম্বর বোলারকে। ক্যারিবিয়ান সফরে জেসন হোল্ডারদের একার হাতেই শেষ করে দিয়েছিলেন বুমরা। সঙ্গে ছিলেন ইশান্ত শর্মা। বুমরা এই সিরিজ থেকে ছিটকে যাওয়ার তাঁর পরিবর্তে দলে এলেন উমেশ যাদব।
অন্যদিকে, ঋষভ পন্থকে ধোনির উত্তরসূরী ভাবা হলেও নামের প্রতি সুবিচার করতে পারছেন না তিনি। তাই টেস্টে আবারও তাঁকে সুযোগ দেওয়া হবে কি না সেদিকে তাকিয়ে ক্রিকেট মহল। তবে পাল্লা ভারি বাংলার ঋদ্ধিমান সাহার। কারণ, ক্যারিবিয়ান সফরে ঋষভ পন্থকে সুযোগ দেওয়া হলেও সুযোগের সদব্যবহার করতে পারেননি তিনি। ওয়ান ডে এবং টি ২০-তেও ব্যর্থ তিনি। এমনকী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০-তেও ব্যর্থ হয়েছেন পন্থ। আবার চোট সারিয়ে দলে ফিরেছেন বাংলার উইকেটকিপার। তাই দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রথম একাদশে ঋদ্ধিমান সাহার নাম থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না।