দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করতে ভারতের প্রয়োজন মাত্র দুই উইকেট

GHOSH ARPAN

পুনে টেস্টের পুনরাবৃত্তি। মাত্র কিছুটা সময়ের অপেক্ষা। তারপরই দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করবে ভারত। ৩-০ সিরিজ জিতে নেবে টিম ইন্ডিয়া। এদিন দ৭ইম আফ্রিকা প্রথম ইনিংস শুরু করে ৯ রানে দুই উইকেট হারিয়ে। তবে পরের উইকেট পড়তে বেশিক্ষণ লাগেনি। উমেশ যাদবের বল অফস্টাম্প ছিটকে দেয় প্রোটিয়া অধিনায়ক ফাফ দু’প্লেসির। ১৬ রানে তিন উইকেট হারিয়ে তখন ধুঁকছে দক্ষিণ আফ্রিকা। তারপর হামজা এবং বাভুমা গড়ে গুরুত্বপূর্ণ জুটি। ৯১ রান যোগ হয় তাঁদের জুটিতে কিন্তু শেষ রক্ষে হয়নি। ১৬২ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতের সফলতম বোলার উমেশ যাদব (৪-৩০)। জাডেজা, নাদিম, শামিরা প্রত্যেকেই নিলেন দুটো করে উইকেট। উইকেটহীন থাকলেন রবিচন্দ্রন অশ্বিন।

এরপর ভারত অধিনায়ক এক মুহূর্ত না ভেবে ফলোঅন করান প্রোটিয়াদের। কিন্তু প্রথম ইনিংসের তেকেও কম রানে শে, হতে চলেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। দূরন্ত শামি, উমেশ এবং জাদেজা। ভালো করেছেন ডেবিউ নাদিমও। তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৩২ রানে ৮ উইকেট। দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওযাশ করতে ভারতের প্রয়োজন স্রেফ দুই উইকেট। সেটা কতক্ষণে আসে সেটাই এখন বাজি। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে শামি নিয়েছেন তিন উইকেট। উমেশ যাদব দুটি এবং জাদেজা ও অশ্বিন একটি করে উইকেট পেয়েছেন। এদিন ভারতের কনকাশন হয়ে নামের ঋষভ পন্থ। ঋদ্ধিমানের পরিবর্তে।


Find Out More:

Related Articles: