টি২০ ক্রিকেট বিশ্বকাপের সূচী প্রকাশিত, ভারতের প্রতিপক্ষ কোন কোন দল জেনে নিন

GHOSH ARPAN

যখন প্রায় সব দলই টি২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে, তখনই টি২০ বিশ্বকাপের দামামা বাজিয়ে দিল আইসিসি। আগামী বছর ১৮ অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। ২০২০ সালে বিশ্বকাপে ১২টি দল অংশ গ্রহণ করবে। অস্ট্রেলিয়ায় কোন মাঠে কবে খেলা তা ঘোষণা করে দিল আইসিসি। ভারতের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। প্রতিদ্বন্দ্বী দল দক্ষিণ আফ্রিকা। খেলাটি হবে পারথে স্টেডিয়ামে। ভারতের পরবর্তী ম্যাচগুলি যথাক্রমে ২৯ অক্টোবর (গ্রুপ এ থেকে মূল পর্বে সুযোগ পাওয়া দ্বিতীয় দলের বিরুদ্ধে), ১ নভেম্বর (ইংল্যান্ড), ৫ নভেম্বর (গ্রুপ বি থেকে যোগ্যতা অর্জনকারী প্রথম দলের বিরুদ্ধে), ৮ নভেম্বর (আফগানিস্তান)। দু’টি সেমিফাইনাল ১১ ও ১২ নভেম্বর যথাক্রমে সিডনি ও অ্যাডিলেডে হবে। ফাইনাল ১৫ নভেম্বর মেলবোর্নে। মূলপর্বের খেলা শুরু হচ্ছে সংগঠক দেশ অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানকে দিয়ে।

 

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই টি২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। রিজার্ভ কতটা শক্তিশালী তা যাচাই করতে এক ঝাঁক নতুন ক্রিকেটারদের প্রথম একাদশে সুযোগ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। সেখানে আশানুরুপ ফলও পাওয়া গিয়েছে। নভদীপ সাইনি, দীপক চাহার, রাহুল চাহারের মতো ক্রিকেটাররা ভালো পারফর্ম করেছে। এছাড়া আসন্ন বাংলাদেশ সিরিজেও সঞ্জু স্যামসন ও শিবম মাভির মতো ক্রিকেটারদের স্কোয়াডে রাখা হয়েছে। রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টি ২০ সিরিজ। বিরাট কোহলিকে এই সিরিজে বিশ্রাম দেওয়ায় অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা।


Find Out More:

Related Articles: