বাংলাদেশের ইনিংসে হারের হাতছানি, মায়াঙ্কের ডবলে রানের পাহাড়ে ভারত

ARPAN GHOSH

মিরাকেল কিছু না ঘটলে এই টেস্ট ম্যাচে বাংলাদেশের হার বাঁচানো প্রায় অসম্ভব। সবে ম্যাচের দ্বিতীয় দিন, আর এখনই বাংলাদেশের ইনিংসে হারের হাতছানি। কারণ, মায়াঙ্কের ২৪৩ রানের ঝকঝকে ইনিংস। সেই সঙ্গে রাহানে, পূজারা এবং জদেজার অপরাজিত ৬০ রানের সৌজন্যে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেট হারিয়ে ৪৯৩ রান। অর্থাত ৩৪৩ রানে এগিয়ে ভারত। দ্বিতীয় দিনে ৮৮ ওভারে উঠল ৪০৭ রান। যা এককথায় অভাবনীয়।

 

আর স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতের তরুণ ওপেনার মাযাঙ্ক আগারওয়াল। শেষ পাঁচ ইনিংসে তিনটে সেঞ্চুরি। ইনদওরে শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধেও দ্বিশতরানে পৌঁছলেন তিনি। আর তা এল চরম ঔদ্ধত্যের সঙ্গে, ছয় হাঁকিয়ে। তাঁর সেঞ্চুরি এসেছিল ১৮৩ বলে, ১৫টি চার ও একটি ছয়ের সাহায্যে। ডাবল সেঞ্চুরি এল ৩০৩ বলে, ২৫টি চার ও পাঁচটি ছয়ের সুবাদে। আর ছয় মারতে গিয়েই আউট হলেন তিনি। মায়াঙ্ক আগরওয়াল ডাবল সেঞ্চুরি করলেও সেঞ্চুরিতে পৌঁছতে পারলেন না অজিঙ্ক রাহানে। শতরানের দোরগোড়া থেকে ফিরলেন ভারতের সহ-অধিনায়ক। সেঞ্চুরি নিশ্চিত দেখাচ্ছিল তাঁর। কিন্তু ৮৬ রানে আবু জায়েদের বলে ফিরলেন তিনি। ভারতের প্রথম চার উইকেটই নিলেন আবু জায়েদ। দ্বিতীয় দিনের শেষে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা (৬০) এবং উমেশ যাদব (২৫)। জাদেজা ছয়টি চার ও দুটো ছয় মেরেছেন। আর ১০ বলে ২৫ রানে অপরাজিত রয়েছেন উমেশ। তাঁর ইনিংসে রয়েছে একটি চার ও তিনটি ছয়।


Find Out More:

Related Articles: