ইডেনে ঐতিহাসিক গোলাপি টেস্ট, জেনে নিন প্রথম দিনের হাফ ডজন রেকর্ড সঙ্গে রইল ফটো অ্যালবাম

ARPAN GHOSH

গোলাপি টেস্টে ভারতীয় পেসারদের গোলাপি গোলায় বেসামাল বাংলাদেশ। প্রথম দিনেই চালকের আসনে কোহলিরা। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ভারতীয় পেস অ্যাটাকে কার্যত তাসের ঘরের মতো গুঁড়িয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। মাত্র ১০৬ রানেই অলআউট হয় মোমিনুলের দল। ইশান্ত শর্মা নেন ৫ উইকেট। উমেশ যাদব ৩ এবং মহম্মদ শামি ২ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষ ভারতের তিন উইকেট হারিয়ে ১৭৪ রান। মায়াঙ্ক আগারওয়াল(১৪), রোহিত শর্মা(২১), চেতেশ্বর পূজারা(৫৫) আউট হন। ক্রিজে রয়েছে বিরাট কোহলি (৫৯) এবং আজিঙ্কে রাহানে (২৩)। প্রথম দিনের শেষে ভারত ৬৮ রানে এগিয়ে। কিন্তু এই ঐতিহাসিক টেস্টে প্রথম দিনে কী কী রেকর্ড হলো দেখে নেওয়া যাক –

 

আরও পড়ুন : ইডেনে গোলাপি টেস্টের আগে ‘গোলাপি মিষ্টি’ দেখুন সেই মিষ্টির ছবি

 

৬) ঐতিহাসিক ইডেন টেস্টে প্রথম বল করেছিলেন ইশান্ত শর্মা। প্রথম বল খেলেছিলেন শাদমান ইসলাম। সঙ্গে সঙ্গে ইতিহাসের অঙ্গ হয়ে গিয়েছিলেন এই দু’জন। ইশান্ত আবার গোলাপি বলে প্রথম উইকেটও নিয়েছিলেন। তাঁর বলে এলবিডব্লিউ হয়েছিলেন ইমরুল কায়েস (৪)। শেষ পর্যন্ত পাঁচ উইকেট নিলেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। এটা তাঁর কেরিয়ারের দশম পাঁচ উইকেট। সেই সঙ্গে দিন-রাতের টেস্টে প্রথম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও করলেন ইশান্ত।

 

৫) প্রথম গোলাপি বলের টেস্টে সুপারম্যান ঋদ্ধির আবির্ভাব। ইশান্তের বলে ডানদিকে ঝাঁপিয়ে প্রথম স্লিপের সামনে থেকে তাঁর ক্যাচ ধরলেন ‘সুপারম্যান সাহা’। মাহমুদুল্লাহ আউট মাত্র ছয় রানে।

 

৪) ভারতে হওয়া প্রথম গোলাপি বলে দিনরাতের টেস্টে টস জিতলেন বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হক। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

 

৩) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’জনে ঘণ্টা বাজিয়ে সূচনাও করেন খেলার। সেখানে তখন ছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

 

২) গোলাপি বলের টেস্টে ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম অর্ধশতরানের কৃতিত্ব অর্জন করে ফেললেন চেতেশ্বর পূজারা। আউট হন ৫৫ রানে।

 

১) গোলাপি বলের টেস্টে দ্বিতীয় ভারতীয় হিসেবে হাফসেঞ্চুরি করলেন কোহলি। ইডেন গার্ডেন্সেই নিজের টেস্ট কেরিয়ারের ২৩তম ফিফটি করে ফেললেন। ইডেনেই কোহলি স্পর্শ করেছেন নতুন মাইলফলক। ৩২ রানের সময় ছুঁয়ে ফেলেছিলেন অধিনায়ক হিসেবে ৫ হাজার টেস্ট রান। পরিসংখ্যান বলছেন, মাত্র ৮৬ ইনিংস লেগেছে কোহলির অধিনায়ক হিসেবে ৫ হাজার রান পূর্ণ করতে, টেস্ট ইতিহাসে যা দ্রুততম। আগের রেকর্ড ছিল রিকি পন্টিংয়ের। ৯৭ ইনিংসে করেছিলেন এই রেকর্ড।

 

আরও পড়ুন : গোলাপি টেস্টে ভারতীয় পেসারদের গোলাপি গোলায় বেসামাল বাংলাদেশ, প্রথম দিনেই চালকের আসনে কোহলিরা

 

 

 

 

 

Find Out More:

Related Articles: