ইডেন টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনের টিকিটের টাকা ফেরৎ পাওয়া যাবে, জেনে নিন বিস্তারিত

ARPAN GHOSH

বিরাট বাহিনীর দাপটে মাত্র দু’দিন ৪২ মিনিটেই শেষ হয়ে গিয়েছে ইডেনে প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট। এই কারণে যেমন খুশি ক্রিকেট প্রেমীরা। তেমনি একটি বিষয়ে নিয়ে সংশয়ও দেখা গিয়েছিল। যাঁরা চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট কেটেছিলেন তাঁরা কি সেই টিকিটের টাকা আদৌ ফেরৎ পাবেন ? সোমবার দুপুরে স্বস্তির খবর জানাল সিএবি। সংবাদমাধ্যমের কাছে সচিব অভিষেক ডালমিয়ার তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, অনলাইনে যাঁরা টিকিট কেটেছেন চতুর্থ ও পঞ্চম দিনের জন্য, তাঁদের টিকিটের টাকা ফেরৎ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ক্রিকেটপ্রেমীরা অনলাইনে টিকিট কাটেননি, অর্থাৎ অফলাইনে যাঁরা টিকিট কেটেছেন তাঁদেরও কী ভাবে টাকা ফেরত দেওয়া যায় সেই ব্যাপারেও ভাবনাচিন্তা করছে সিএবি। আজকে সিএবি বন্ধ থাকায় এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 

 

অন্যদিকে, ইডেন টেস্ট জিতে একের পর এক রেকর্ড করেছে টিম ইন্ডিয়া। টানা ৭টি টেস্ট ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে রয়েছে ভারত। বর্তমানে ভারতের পয়েন্ট ৩৬০। দ্বিতীয় অস্ট্রেলিয়া। পয়েন্টের ফারাক অনেক। এছাড়া টানা চার টেস্টে বিপক্ষকে ইনিংসে হারিয়ে টেস্ট জেতার নিরিখে ভারতই একমাত্র দল। এবং বিরাট কোহলি একমাত্র টেস্ট অধিনায়ক যিনি এই কৃতিত্ব অর্জন করলেন। আর এই জয়ের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন ভারতকে গাব্বায় টেস্ট খেলায় আবেদন জানিয়েছেন। এমনকী শেন ওয়ার্ন অস্ট্রেলিয়ার গোলাপি বলের টেস্ট খেলার ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়ার ব্যাপারে আশাবাদী।

 

 

Find Out More:

Related Articles: