বিশ্বকাপের সেমিফাইনালে হার নিয়ে মুখ খুললেন বিরাট

frame বিশ্বকাপের সেমিফাইনালে হার নিয়ে মুখ খুললেন বিরাট

Biswas Riya

কিছুদিন আগেই নিউজিল্যান্ডের কাছে বিশ্বকাপ  সেমিফাইনালে হারের কথাটা আজও তাঁকে নাড়িয়ে দিয়ে যায়। সেই পরাজয়ের স্মৃতি আজও তাঁর মনে দগদগে ঘা হয়ে রয়েছে। সেই দুঃস্বপ্নের দিন আজও তিনি ভুলতে পারেননি। এ বার সেই যন্ত্রণার কথাই ফুটে উঠেছে তাঁর গলায়।

সেই ম্যাচে কিউয়ি পেসারদের দাপটে ভারতের টপ অর্ডার দ্রুত ফিরে গিয়েছিল। মহেন্দ্র সিংহ ধোনি ও রবীন্দ্র জাডেজার জুটি জাগিয়েছিল আশার আলো। কিন্তু ধোনি রান আউট হওয়ার সঙ্গে সঙ্গে তা হতাশায় পরিণত হয়।

 

সেমিফাইনালে সেই পরাজয় নিয়ে কোহলির বক্তব্য, “আমি কি ব্যর্থতায় প্রভাবিত হই? হ্যাঁ, হই তো। প্রত্যেকেই হয়। দিনের শেষে আমি জানতাম যে, দলের প্রয়োজন ছিল আমাকে। আমার হৃদয়ে এই বিশ্বাস জোরালো ছিল যে, অপরাজিত থেকে ভারতকে সেমিফাইনালে জিতিয়ে ফিরব। হতে পারে আমার ইগো এমন ভেবেছিল। এমন পূর্বাভাস কি করা যায়? এটা করার পক্ষে তীব্র ইচ্ছা বা অনুভূতিই শুধু থাকতে পারে।”

যে ভাবে কোহালি ক্রিজে গিয়েছিলেন, যে ভাবে ব্যাট করছিলেন, তাতে ধরা পড়ছিল ম্যাচে কতটা তীব্র ভাবে জড়িয়ে ছিলেন তিনি। ফিল্ডিংয়ের সময়ও মনে হচ্ছিল মাঠে নিজেকে উজাড় করে দিচ্ছেন তিনি। কোহালি সাফ বলেছেন, “আমি হারতে ঘৃণা করি। মাঠে নেমে এটা বলতে চাই না যে, এটা করতে পারতাম। যখন আমি মাঠে নামি তখন এটা বিশাল সম্মান বলে মনে করি। যখন আমি বেরিয়ে যাই, তখন কোনও এনার্জিই পাই না। আমরা এমন একটা উদাহরণ রেখে যেতে চাই যেন ভবিষ্যতের ক্রিকেটাররা আমাদের মতো খেলতে চাওয়ার কথা বলে।”

 

 

Find Out More:

Related Articles:

Unable to Load More