স্মিথকে টপকে ICC টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ‘কিং কোহলি’, প্রথম দশে তিন ভারতীয়
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডবল সেঞ্চুরি আর ইডেনে দেশের মাটিতে প্রথম পিঙ্ক বলের টেস্টে সেঞ্চুরি কোহলিকে স্মিথের থেকে অনেকটাই এগিয়ে দিল। পাশাপাশি, নখদন্তহীন পাক আক্রমণের বিরুদ্ধে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি স্টিভ স্মিথ। তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৪ ও ৩৬ রান। আর এর ফলেই ক্রমতালিকায় ২ নম্বরে নামতে হলো তাঁকে। সদ্য প্রকাশিত আইসিসি-র প্রকাশিত ক্রমতালিকায় ৯২৮ পয়েন্ট পেয়ে ভারত অধিনায়ক এখন শীর্ষস্থানে। অজি তারকা স্মিথ পাঁচ পয়েন্ট কম পেয়ে ক্রমতালিকায় দু’ নম্বরে। প্রথম দশে রয়েছেন ভারতের তিন-তারকা। আইসিসির প্রকাশিত ক্রমতালিকায় চার নম্বরে রয়েছেন ভারতের চেতেশ্বর পূজারা। এক ধাপ নেমে অজিঙ্কে রাহানে এখন ছ’নম্বরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করায় জো রুট ঢুকে পড়েছেন প্রথম দশে। রুট এখন সাতে।
Virat Kohli back to No.1!
David Warner, Marnus Labuschagne and Joe Root make significant gains in the latest @MRFWorldwide ICC Test Rankings for batting.
Full rankings: https://t.co/AIR0KN4yY5 pic.twitter.com/AXBx6UIQkL — ICC (@ICC) December 4, 2019
অন্যদিকে, আগামী ৬ ডিসেম্বর থেকে দেশের মাটিতে ভারতের সিরিজ শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তিনটি টি ২০ এবং তিনটি ওয়ানডে। ক্যারিবিয়ানদের ঘরে গিয়ে যেভাবে ওয়েস্ট ইন্ডিজকে এক পেশে হারিয়ে ছিল টিম ইন্ডিয়া সেই ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর কোহলিরা। আবার নিজের দেশের মাটিতে হারের বদলা নিতে এবার পাল্টা দিতে তৈরি ওয়েস্ট ইন্ডিজ টিমও। তাই ৬ ডিসেম্বর থেকে ব্যাট-বলের লড়াই যে জমে উঠবে তা বলাই বাহুল্য। আবার প্রায় আড়াই বছর পর টি ২০ দলে ফিরেছেন ভূবনেশ্বর কুমার এবং মহম্মদ শামি।