মিশে গেল মোহবাগান-এটিকে, পরের ISL-এ নামবে এটিকে-মোহনবাগান এফসি

ARPAN GHOSH

জল্পনা চলছিল অনেক দিন ধরেই। এবারই সেই জল্পনাই সত্যি হলো এটিকে এবং মোহনবাগান। পরের আইএসএলে খেলতে নামবে এটিকে-মোহনবাগান এফসি। মোহনবাগান এবং এটিকে দুটি দলই এই মুহূর্তে ভারতীয় ফুটবলের পাওয়ার হাউস। সবুজ মেরুনের সুদীর্ঘ ১৩০ বছরের ইতিহাস এবং এটিকের পেশাদারিত্বের মিশেলে অপ্রতিরোধ্য দল তৈরি হবে বলে ধারণা দুই ক্লাবের কর্তাদের। যাতে জানা গেল যে মোহনাবাগান ফুটবল ক্লাবের ৮০ শতাংশ শেয়ার নিল সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। বাকি ২০ শতাংশ শেয়ার থাকল মোহনবাগান ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেডের হাতে থাকল। আইএসএলে পরের মরসুমে মোহনবাগানের খেলতে আর কোনও বাধা রইল না। ‘এটিকে মোহনবাগান’ নাম হচ্ছে সংযুক্তিকরণের পর। এই নামেই আগামী দিনে নানা প্রতিযোগিতায় খেলবে ক্লাব।

 

বৃহস্পতিবার এটিকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা-গ্রুপ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ৮০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করছে। এর ফলে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব প্রাইভেট লিমিটেডের হাতে ক্লাবের ২০ শতাংশ শেয়ার থাকবে। তবে, এই নতুন চুক্তির ফলে মোহনবাগানের অস্তিত্ব সংকটের কোনও প্রশ্নই ওঠে না। কারণ, যে এটিকে-মোহনবাগান এফসি তৈরি হচ্ছে, তাঁর লোগো এবং জার্সি মোহনবাগানেরই থাকবে।

 

অন্যদিকে, মোহনবাগান দীর্ঘদিন ধরেই স্পনসরহীন ছিল। এবং, এফএসডিএলের নানারকমের শর্তের গেরোয় পড়ে আইএসএলে খেলাও সমস্যার হচ্ছিল সবুজ-মেরুনের জন্য। এটিকে এবং মোহনবাগানের এই সংযুক্তিকরণ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল ময়দানে। অবশেষে সেই জল্পনা সত্যি হল।

Find Out More:

Related Articles: