৮৭ বছরের ক্রিকেট প্রেমীর মৃত্যু, শোক প্রকাশ বিসিসিআই-এর

Akash Paramanik

৮৭ বছর বয়সে থেমে হৃদস্পন্দন থেমে গেল ক্রিকেট প্রেমী চারুলতা প্যাটেলের। সম্প্রতি বিসিসিআই একটি ট্যুইট করে ওই অনুরাগীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

বিসিসিআই টুইট করেছে, "# টিম ইন্ডিয়ার সুপারফান চারুলতা প্যাটেল জি সবসময় আমাদের অন্তরে থাকবে এবং এই খেলার প্রতি তার অনুরাগ আমাদের অনুপ্রাণিত করে রাখবে। তার আত্মা শান্তিতে থাকুক," বিসিসিআই টুইট করেছে।

২০১৯ বিশ্বকাপের সময় ভারতের ম্যাচগুলিতে নামার পরে প্যাটেল নিজেকে একটি ঘরের নাম করেছিলেন। বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপে বাইশ গজে লড়াইয়ের সময় তাকে ব্লু ইন ম্যানদের জন্য উল্লাস করতে দেখা যায় পরে তিনি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন। ম্যাচের পরে পুরো ভারতীয় দল প্যাটেলের সাথে দেখা করতে গিয়েছিল এবং রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনকেই ওই বৃদ্ধা ভক্তের সাথে দেখা করতে দেখা গেছে।

Find Out More:

Related Articles: