যত খুশি খান ফুচকা-রসগোল্লা, লাগবে না এক পয়সাও

Akash Paramanik

আপনি কি খেতে ভালোবাসেন? তাহলে এই শিরোনাম পড়ে আপনার জিভে জল আসবেই৷ এর পর জানতে ইচ্ছে করবে, কোথায় গেলে পাওয়া যাবে এমন সুবর্ণ সুযোগ৷
এই দুর্দান্ত অফার দেওয়া হচ্ছে দমদমের খাদ্যমেলায়৷ যে মেলার পোশাকি নাম নালেঝোলে৷ শুক্রবার এই মেলার উদ্বোধন হয়েছে৷ প্রথম দিন থেকেই এই অফার দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে৷
দক্ষিণ দমদম পুরসভা এই মেলার আয়োজক৷ এবার মেলা বসেছে দমদম রোড সংলগ্ন ৪ নম্বর দাগা কলোনির মাঠে৷ সেখানে রোজ এক ঘণ্টা করে বিনামূল্যে রসগোল্লা ও ফুচকা খাওয়ানো হচ্ছে বলে জানা গিয়েছে৷
শুক্রবার মেলার উদ্বোধন করেছেন বলিউডের অভিনেত্রী বিদ্যা বালন৷ এছাড়াও ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী-বিধায়করা৷ ২৬ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে৷ রোজ দুপুর ২টোয় মেলা শুরু হচ্ছে৷ চলছে রাত ১০টা পর্যন্ত৷
মেলায় গোল্ডেন ফ্রায়েড চিংড়ি, মোচার চপ, চিকেন ড্রামস্টিক, বিরিয়ানি, মোমো থেকে নানারকমের মিষ্টি ও কলকাতার স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে এই মেলায়৷ তবে মোট ২৭টি স্টলের মধ্যে এবার মেলার প্রধান আকর্ষণ কে সি দাস বলে জানা গিয়েছে৷
এসবের মাঝেই বিনামূল্যে রসগোল্লা ও ফুচকা খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে বলে খবর৷ কিন্তু মেলার সময়ের কোন ঘণ্টা এই অফার দেওয়া হচ্ছে তা অবশ্য জানা যায়নি৷

Find Out More:

Related Articles: