বিশ্বজয়ের স্মৃতি মনে রেখে ইডেন টেস্ট ভুলতে চান স্টিভ ওয়
দীর্ঘ দিন পর ইডেনে পা রাখলেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ ওয়। ১৯৮৭-র বিশ্বকাপ ফাইনালে অ্যালান বর্ডারের ক্যাপ্টেন্সিতে অস্ট্রেলিয়া সাত রানে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। ওয় ছিলেন সেই চ্যাম্পিয়ন দলের সদস্য। পরে নেতৃত্বের ব্যাটন এসে উঠেছিল তাঁর হাতে। অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে এসে টেস্ট সিরিজ হারতে হয়েছিল স্টিভ ওয়র অস্ট্রেলিয়াকে। ২০০১ এ সৌরভের নেতৃত্বে ভারত হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। লক্ষ্মণ খেলেছিলেন ভেরি ভেরি স্পেশাল ইনিংস।
View this post on InstagramTravelled to Scone to see first hand the effects of this savage drought that has a vice like grip on our great land. We all need to work together to win this battle. It was inspirational to visit the local schools and experience the Aussie spirit first hand and spend some quality time with my good mate Guy Sebastian. #lovethebushlife #qualitypeople #scone #drought #worktogether @guysebastian A post shared by Steve Waugh (@stevewaugh) on