হ্যামিলন্টনে ধোনিকে টপকালেন কোহলি, নয়া মাইলস্টোন হিটম্যান রোহিত শর্মার

A G Bengali

অপেক্ষা ছিল, সেই অপেক্ষার অবসান হলো হ্যামিলন্টনে। ধোনিকে টপকে নতুন নজির গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রয়োজন ছিল মাত্র ২৫ রান। এদিন চার নম্বরে নেমে ৩৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন কোহলি। সেই সঙ্গে ধোনিকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় অধিনায়ক হয়ে গেলেন বিরাট। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে তাঁর সংগ্রেহ ১১২৬ রান। অধিনায়ক হিসেবে ধোনির সংগ্রহ ছিল ১১১২ রান। ধোনি অধিনায়ক হিসেবে মোট ৭২টি ম্যাচ খেলেছিলেন। কোহলি মাত্র ৩৭ ম্যাচেই তাঁকে টপকে গেলেন। তবে, গোটা বিশ্বের নিরিখে তিনি এখনও তৃতীয় স্থানে। শীর্ষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি (১২৭৩)। দ্বিতীয় স্থানে কিউয়ি ক্যাপ্টেন উইলিয়ামসন (১১৪৮)। এই সিরিজেরই বিরাটের কাছে সুযোগ থাকছে এই দুই তারকাকে টপকে যাওয়ার। তবে, সেক্ষেত্রে কেন উইলিয়ামসনের থেকে অনেকটাই বেশি রান করতে হবে বিরাটকে।

 

বিরাটের পাশাপাশি কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ছুঁলেন ওপেনার রোহিত শর্মাও। হ্যামিল্টনে ৪০ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন টিম ইন্ডিয়ার হিটম্যান। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে দশ হাজার রানেরও মালিক হয়ে গেলেন তিনি।

Find Out More:

Related Articles: