বড় রান করেও ম্যাচ হার, নতুন রেকর্ড কোহলির

frame বড় রান করেও ম্যাচ হার, নতুন রেকর্ড কোহলির

A G Bengali

বড় রান করলেই যে ম্যাচ জেতা যায় না, সেটা আজকে হাতে-নাতে বুঝতে পারলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। স্কোর বোর্ডে ৩৪৭ রান করেও ম্যাচ হারতে হলে ভারতকে। আর নিউজিল্যান্ড শম্বুক গতিতে ম্যাচ জিতে নিল কিউইরা। হ্যামিল্টনের এই উইকেটে ৩৪৭ বড় রান বলে ধরেছিলেন ক্রিকেট বিশারদরা। তবে রস টেলর সব হিসেব উল্টেপাল্টে দিলেন। ৮৪ বলে ১০৯ রানের ইনিংস খেলে তিনি শুধু ম্যাচই জেতালেন না, নুইয়ে পড়া দলকে যেন হাত ধরে ঝাঁকিয়ে দিলেন। গুপটিল (৩২) ও নিকোলস (৭৮) শুরুটা ভাল করেছিলেন। এর পর শুরু হয় টেলরের দাপট। অধিনায়ক টম লাথামও ৬৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন। টেলরের ইনিংস যেন ভারতীয় বোলিং লাইন নিয়ে অনেক প্রশ্ন তুলে দিয়ে গেল। সাড়ে তিনশো রান করেও যদি ম্যাচ হারতে হয় তা হলে বোলারদের নামের পরে প্রশ্ন চিহ্ন পড়াটা স্বাভাবিক! রান তাড়া করায় কোহলির দলের সুনাম ছিল। তবে এবার সেই সুনামে ভাগ বসাল নিউ জিল্যান্ড।

 

অন্যদিকে, একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গেলেন তিনি। ভারতের অধিনায়ক হিসেবে সৌরভ করেছিলেন ৫১০৪ রান। এ দিনের ৫১ রানের ইনিংসের পর কোহালি থামলেন ৫১২৩ রানে। ৫১২৩ রানে পৌঁছতে কোহালি নিয়েছেন ৮৭ ম্যাচ। তাঁর গড় চোখ ধাঁধানো, ৭৬.৪৬। একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে ২১ সেঞ্চুরি ও ২৩ হাফ-সেঞ্চুরি করেছেন তিনি।

Find Out More:

Related Articles:

Unable to Load More