আর মাত্র ১১ রান, তাহলেই নতুন রেকর্ড গড়বেন বিরাট কোহলি
তিনি মাঠে নামা মানেই রেকর্ড। একথার অন্যথা হচ্ছে না নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেও। মাত্র ১১ রান দূরে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর মাত্র ১১ রান করলেই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছুঁয়ে ফেলবেন তিনি। এই মুহূর্তে ৮৪ টেস্টে কোহালির ব্যাটে এসেছে ৭২০২ রান। অসাধারণ গড় তাঁর, ৫৪.৯৭। ২৭ সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। রয়েছে ২২ হাফ-সেঞ্চুরিও। এখন টেস্ট ক্রিকেটে ভারতের সপ্তম সর্বাধিক রানসংগ্রহকারী হলেন কোহালি। ওয়েলিংটন টেস্টে কোহালি যদি দুই ইনিংসে আর ১১ রান করতে পারেন, তা হলে তিনি পেরিয়ে যাবেন সৌরভকে। ১১৩ টেস্টে ৭২১২ রান করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যার মধ্যে ১৬ সেঞ্চুরি ও ৩৫ হাফ-সেঞ্চুরি রয়েছে। সৌরভের মোট রান থেকে মাত্র ১০ রান পিছনে রয়েছেন কোহালি।
View this post on InstagramGood session out in the middle 💪💪 #NZvIND A post shared by Virat Kohli (@virat.kohli) on