কোহলিদের হারিয়ে নিউজিল্যান্ডের ১০০ তম টেস্ট জয়

A G Bengali

জঘন্য ব্যাটিং আর খারাপ বোলিংয়ে কোহলিদের অশ্বমেধের ঘোড়া থামল। ১০ উইকেটে সিরিজের প্রথম টেস্ট জিতে নিল নিউজিল্যান্ড। ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে আপাতত অনেক প্রশ্নচিহ্ন নিয়ে ২৯ তারিখ ক্রাইস্টচার্চে নামবে ভারত। সেখানেও যদি কোহালি অ্যান্ড কোম্পানির অফ ফর্ম বজায় থাকে, তা হলে ওয়ান ডে সিরিজের পর আরও এক বার হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে নিউজিল্যান্ড থেকে ফিরতে হবে ভারতকে। চতুর্থদিনের শুরুটা ভারত করেছিল নিউজিল্যান্ডের থেকে ৩৯ রান পিছিয়ে থেকে। হাতে ৬ উইকেট থাকায়, বিশেষ করে রাহানে, হনুমা এবং ‘প্রতিভাবান’ ঋষভ থাকায় তখনও লড়াইয়ের আশা দেখছিলেন অনেকেই। আশা আরও বাড়িয়েছিল, ৬৫ ওভারের পুরনো বল। কিন্তু বুমরা-শামিদের সুইং যত সহেজে সামলে দিয়েছিলেন উইলিয়ামসনরা, চতুর্থ দিনের সকালে বোল্ট-সাউদিদের সুইংয়ে ততটাই বিধ্বস্ত হলেন রাহানেরা। প্রথমে বোল্টের বলে ফেরেন রাহানে। স্কোরবোর্ডে এক রান না বাড়িয়েই পরের ওভারেই ফেরেন হনুমা বিহারী। এর পর শুধু মাত্র আসা যাওয়ার পালা। ঋদ্ধিমানের থেকে ব্যাটিংয়ে এগিয়ে থাকায়, দলে সুযোগ পাওয়া ঋষভ পন্থ করলেন মাত্র ২৫ রান। ৪৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৯১ রানে অল আউট হলে গেল ভারত।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
#Repost @indiancricketteam ・・・ Focus goals? 🎯🎯 Ask the Skip! 👌🏻👌🏻 #TeamIndia #INDvAUS

A post shared by Virat Kohli (@virat.kohli) on

Find Out More:

Related Articles: