![IPL 2020 : কমতে পারে ম্যাচ, বদলাতে পারে ফরম্যাট](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/sports/libra_libra/bcci-and-ipl-franchises-discussed-the-future-of-the-ipl-13-20209019bf91-d31b-44b1-95d2-e8ebf27d0330-415x250.jpg)
IPL 2020 : কমতে পারে ম্যাচ, বদলাতে পারে ফরম্যাট
সব কিছু ঠিকঠাক থাকলে ২৯ মার্চ থেকে ব গড়াতো আইপিএল ২০২০-র। কিন্তু করোনা আতঙ্কের কারণে আগামী ১৫ এপ্রিল থেকে ম্যাচ শুরু হওয়ার কথা। তবে ম্যাচের সংখ্যাও কমতে পারে এমনকি ফরম্যাটও পরিবর্তন হতে পারে বলে শোনা যাচ্ছে। শনিবার আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা করেছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ। তবে সবকিছুই পরিবেশ এবং পরিস্থিতির ওপর বিচার্জ বলে শোনা যাচ্ছে।
View this post on InstagramThe Stage is set for the 2020 #IPLAuction 😍😍 1 hour to go ⏳ A post shared by IPL (@iplt20) on