টেস্টে সিংহাসনচ্যুত টিম ইন্ডিয়া
লকডাউনের মধ্যে খারাপ খবর টিম ইন্ডিয়ার। প্রায় চার বছর পর আইসিসি টেস্ট র্যাঙ্কিং থেকে সিংহাসনচ্যুত টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, একেবারে তিনে নেমে গেল ভারত। আর টপে উঠে গেল অস্ট্রেলিয়া। ১১৬ পয়েন্ট পেয়ে। ভারত ১১৪ পয়েন্ট পেয়ে তিনে। এবং দুইয়ে নিউজিল্যান্ড। এদিকে টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টো র্যাঙ্কিংয়েও শীর্ষস্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ২৭ মাস ধরে টি-টোয়েন্টিতে শীর্ষস্থানে ছিল পাকিস্তান। পাকিস্তানকে সরিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সবার ওপরে অজিরা। দু নম্বরে ইংল্যান্ড। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও তিন নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া। তবে ওয়ান ডে-তে শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়েও ভারত অবশ্য রয়েছে দু নম্বরে। টেস্ট এবং টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকলেও ওডিআই র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে রয়েছে অজিরা।
View this post on InstagramIf you have been a victim, witness or a survivor of the domestic violence, please report. 🙏🏼 #LockdownOnDomesticViolence #Dial100 @cmomaharashtra_ #DGPMaharashtra @adityathackeray @aksharacentreindia A post shared by Virat Kohli (@virat.kohli) on