লকডাউনে ইনস্টাগ্রাম থেকে নেইমারের আয় কত জানেন ?

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে এবার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ভক্তদের জন্য সুখবর। করোনা ভাইরাসের কারণে লকডাউনে খেলাধূলা বন্ধ থাকলেও রোজগারে ভাটা পড়েনি ক্রীড়াতারকাদের। ইনস্টাগ্রাম থেকে কোটি কোটি টাকা আয় করেছেন তারকারা। ১১ কোটি টাকা আয় করেছেন পিএসজি-র ব্রাজিলিয় তারকা নেইমার জুনিয়র। অন্যদিকে, আর্জেন্টিনিয়ান তারকা লিওনেল মেসির ইনস্টাগ্রাম থেকে লকডাউনে আয় হয়েছে ১২ কোটি। আবার ১২ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত এই সময়সীমার মধ্যে অ্যাথলিটদের মধ্যে ইনস্টাগ্রাম থেকে কিং কোহলির আয় ৩.৬ কোটি টাকা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
eu indo pro primeiro jogo depois da quarentena 🤪😂⚽️

A post shared by ene10ta Érre 🇧🇷 👻 neymarjr (@neymarjr) on

Find Out More:

Related Articles: