IPL : ১৯ সেপ্টেম্বর শুরু, ফাইনাল ১০ নভেম্বর

A G Bengali
আগামী ১৯ সেপ্টেম্বর কিংবা ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এবারের আইপিএল। ফাইনাল হতে পারে ১০ নভেম্বর। যদিও  সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল আয়োজন করার ব্যাপারে বিবিসিআই এখনও কেন্দ্র সরকারের সবুজ সংকেতের অপেক্ষায়। তবে সব জল্পনার অবসান। আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল হবে ১০ নভেম্বর। রবিবার গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। ক্রিকেটমহলে আগে থেকেই জল্পনা চলছিল, ৮ নভেম্বরের পরিবর্তে ১০ নভেম্বরে নিয়ে যাওয়া হবে ফাইনাল। গভর্নিং কাউন্সিলের এ দিনের বৈঠকে তাতেই সিলমোহর পড়ল। অন্যান্য বার আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হয়েছে রবিবার। এ বার তা হবে মঙ্গলবার। প্রথম বার প্রথা ভেঙে তা হতে চলেছে সপ্তাহের মাঝখানে, একটি ব্যস্ত দিনে। ম্যাচ এগিয়ে আনা হয়েছে আধ ঘন্টা। আইপিএলের বল গড়াবে সন্ধে সাড়ে সাতটায়। এ বারের আইপিএলে ১০টি ডাবল হেডার হবে। মেগা টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে ভিসার প্রক্রিয়া শুরু করে দিতে বলা হয়েছে। বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, সরকারের তরফ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার ব্যাপারে আশাবাদী বোর্ড। ক্রীড়ামন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই সম্মতি পাওয়া গিয়েছে বলে জানান এক বোর্ড কর্তা। 

Find Out More:

Related Articles: