হায়দরাবাদকে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইল ধোনির চেন্নাই

frame হায়দরাবাদকে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইল ধোনির চেন্নাই

A G Bengali
রিটায়মেন্টের পর ধোনি ধামাকা দেখার অপেক্ষায় ছিল গোটা বিশ্ব। কিন্তু একের পর এক হারে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়েছিল চেন্নাই সুপার কিং। কিন্তু হায়দরাবাদকে ২০ রানে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইল ধোনির চেন্নাই। হায়দরাবাদ ম্যাচ হারলে প্লে অফের দৌড় থেকে ছিটকেই যেতে হতো ধোনিদের। মঙ্গলবার লড়াই করে ২ পয়েন্ট ঘরে তুলল চেন্নাই।

আইপিএলের পয়েন্ট টেবলে ছয়ে উঠে এল তিন বারের চ্যাম্পিয়নরা।  প্রথমে ব্যাট করে ২০ ওভারে চেন্নাই তোলে  ৬ উইকেটে ১৬৭ রান। এ বারের আইপিএলে আগের ম্যাচগুলোয় রান তাড়া করতেই দেখা গিয়েছে চেন্নাইকে। এ দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ধোনি। ওপেনিং জুটিতে পরিবর্তন এনে চমক দেয় চেন্নাই। ফ্যাফ দু’ প্লেসির সঙ্গে ওপেন করতে নামেন স্যাম কারেন। শেন ওয়াটসনকে ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নামিয়ে আনা হয়। 

Find Out More:

Related Articles:

Unable to Load More