মুম্বইকে হারিয়ে জয়ের ট্র্যাকে ফিরতে মরিয়া কলকাতা

A G Bengali
রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচে বিশ্রি হারের পর আজ মুম্বই ম্যাচ। রোহিতের টিমের বিরুদ্ধে পরিসংখ্যানে অনেক পিছিয়ে কলকাতা। সেই সঙ্গে মুম্বই এখন আনস্টপেবল। আবার কলকাতার এখনও আনস্টেবল। আইপিএলে ঘুরে দাঁড়াতে হলে আজকের মুম্বই ম্যাচ জিততেই হবে দীনেশ কার্তিকের দলকে। সেই সঙ্গে নজর দিতে হবে প্লেয়িং ইলেভেনেও।
সাত ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট ১০। সাত ম্যাচে কলকাতার পয়েন্ট ৮। এই মুম্বইয়ের বিরুদ্ধেই এবারের আইপিএলে অভিযান শুরু করেছিল কেকেআর। প্রথম ম্যাচেই হেরেছিল দীনেশ কার্তিকের দল। সেদিক থেকে দেখতে গেলে শুক্রবার আবু ধাবিতে বদলার ম্যাচ নাইট শিবিরের কাছে। মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে সুনীল নারিন কাঁটা থাকছেই কলকাতার সঙ্গে। মুম্বইয়ের বিরুদ্ধেও সম্ভবত নারিনকে ডাগআউটে রেখেই নামবে কেকেআর। আইপিএলে এখনও জ্বলে উঠতে পারেনি আন্দ্রে রাসেল। দ্বিতীয় লেগে মরু শহরে আইপিএলে রাসেল ঝড়ের দেখা মিলবে কিনা জানা নেই। প্যাট কামিন্স কিংবা মরগ্যানকেও সেভাবে কুড়ি-কুড়ির ক্রিকেটে বিধ্বংসী মেজাজে এখনও পায়নি কলকাতা। দল হিসেবে কলকাতা একেবারেই ধারাবাহিক নয়।   

Find Out More:

Related Articles: