অষ্টমীর সকালে পাড়ার মণ্ডপে মহারাজ

frame অষ্টমীর সকালে পাড়ার মণ্ডপে মহারাজ

A G Bengali
এই ছবি বাঙালির চেনা। শুধুমাত্র মুখের মাস্ক খুললেই সব যেন প্রতি বছরের মতোই! মহাষ্ঠমীর সকালে পাড়ার পুজো মণ্ডপে হাজির সৌরভ গাঙ্গুলি। তিনি বাঙালির মহারাজ। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এখন আবার বিসিসিআই সভাপতি। তবুও পুজোয় সৌরভ একেবারে যেন ঘরের ছেলে। এ বছরের পুজো তাঁর কাছে আরও স্পেশ্যাল। এ বছর বিসিসিআই সভাপতি পদের বর্ষপূর্তি। সব মিলিয়ে তাই খোশমেজাজে ‘মহারাজ’। দুবাই থেকে কলকাতায় ফিরে এসেছেন। পুজোয় কী করে পড়ে থাকেন প্রবাসে ?

পঞ্চমীতেই সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতায়। মায়ের টানে, বাংলার পুজোর আকর্ষণে। পুজোয় তাঁকে দেখা গিয়েছে রীতিমতো ঔজ্জ্বল্যে। গাঢ় নীল ডেনিম, মাস্ক পরে ‘দাদা’ মণ্ডপে। সামাজিক দূরত্ব মানতেও ভোলেননি। সপ্তমীর দিনে তিনি সন্ধ্যারতি দেখেছেন বাড়ির পুজোয়, ভক্তদের জন্য তা শেয়ারও করেেছেন ইনস্টাগ্রামে। 

Find Out More:

Related Articles:

Unable to Load More