চেন্নাইয়ের কাছে হার, প্লে-অফ কেকেআর-এর কাছে কঠিন
১৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ভালো শুরু করে চেন্নাইও। ওয়াটসন ১৪ রান করে আউট হন। এরপর ঋতুরাজ গায়কোয়াড এবং আম্বাতি রায়াডু জুটি চেন্নাইকে টানতে থাকে। ২০ বলে ৩৮ রান করলেন রায়াডু। ফের ব্যর্থ ধোনি। করলেন মাত্র ১ রান। এরপর ৫৩ বলে ৭২ রান করে ফিরে যান ঋতুরাজ। এরপর স্যাম কুরান এবং রবীন্দ্র জাদেজা জুটি চেন্নাইকে জিতিয়ে মাঠ ছাড়ে। ১১ বলে অপরাজিত ৩১ রানের দুরন্ত ইনিংস খেললেন জাদেজা। নাইটদের হয়ে কামিন্স আর বরুণ চক্রবর্তী ২টি করে উইকেট নেন। ১৩ ম্যাচ শেষে নাইটদের পয়েন্ট এখন ১২। পর পর দুটো ম্যাচ হেরে প্লে-অফের লড়াই কঠিন হয়ে গেল কলকাতার কাছে। কলকাতার শেষ ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।সেই ম্যাচ জিতলেও বাকি ম্যাচগুলোর ফলের দিকে তাকিয়ে থাকতে হবে কিং খানের দলকে।