প্লে অফের শেষ আশা রাখতে আজকের ম্যাচ জিততেই হবে। তাই শেষ ম্যাচে রাসেল কি টিমে ফিরবে, এই প্রশ্ন আসছেই। তাই কেমন হবে আজকের ম্যাচে কেকেআররের প্রথম ইলেভেন? রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিততেই হবে। তার পরেও অবশ্য প্লে-অফে খেলা নিশ্চিত নয়। ১৩ ম্যাচে ৭টিতেই হেরে সেই রাস্তা নিজেরাই কঠিন করে ফেলেছেন নাইটরা। রয়্যালসদের বিরুদ্ধে জেতা ছাড়াও প্রতিদ্বন্দ্বীদের থেকে নেট রানরেটে এগিয়ে থাকতে হবে। সেই সঙ্গে চলতি আইপিএলে প্লে-অফের টিকিট পেতে অন্য দলের জেতা-হারার উপরেও তাকিয়ে থাকতে হবে শাহরুখ খানের দলকে! মরণবাঁচন ম্যাচে কি আজ দলে ফিরতে পারেন আন্দ্রে রাসেল? কারা জায়গা পেতে পারেন কেকেআরের প্রথম একাদশে?
অন্যদিকে, দিল্লি ম্যাচে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ। পরের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ২ উইকেট। দলে নিজের ওজন বোঝাচ্ছেন বরুণ চক্রবর্তী। প্রথম একাদশে তাঁর জায়গাও এক প্রকার নিশ্চিত।