পরের আইপিএলে ধোনি খেলবেন ? কী বললেন শুনে নিন

frame পরের আইপিএলে ধোনি খেলবেন ? কী বললেন শুনে নিন

A G Bengali
মহেন্দ্র সিং ধোনি। ২০১৯ বিশ্বকাপের পর তাঁর অবসর নিয়ে কম জলঘোলা হয়নি। পরে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর অবসরের কথা ঘোষণা করেন ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে এবারের আইপিএল তো শেষ, পরের আইপিএলে তিনি কি খেলবেন ? এ প্রশ্নেও উঠতে শুরু করেছিল। সেই জবাব দিলেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি। রবিবার টসের সময় চেন্নাই অধিনায়ক ধোনিকে জিজ্ঞেস করা হয় এটাই ওঁর শেষ ম্যাচ কি না। উত্তর ধোনি বলেন, “কোনও মতেই হলুদ জার্সিতে এটা আমার শেষ ম্যাচ নয়।” আইপিএল শুরুর আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিশ্বজয়ী ভারত অধিনায়ক। আইপিএলেই ধোনিকে দেখার জন্য বসে থাকেন ভক্তরা। সেই সুযোগ যে পরের বছরেও পাওয়া যাবে তা জানালেন তিনি নিজেই। 
এ বারের টুর্নামেন্ট একে বারেই ভাল যায়নি ধোনির। ১৩ ম্যাচ খেলে জয় এসেছে মাত্র ৫টিতে। ব্যাটেও রান পাননি তিনি। গুঞ্জন উঠছিল হয়তো আজকের ম্যাচ খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন ধোনি। কিন্তু তা যে হচ্ছে না বুঝিয়ে দিলেন তিনি। আগামী আইপিএল ফের সুযোগ থাকছে হলুদ জার্সিতে তাঁকে মাঠে দেখার। 

Find Out More:

Related Articles:

Unable to Load More