সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস সংক্রমণ ঘিরে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে নতুন করে করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। যে কারণে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক টিম পেইনসহ গোটা দলকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। অন্যদিকে, প্রথম টেস্টের আগে বিরাট কোহালির দলের নির্ভরযোগ্য সদস্য চেতেশ্বর পূজারা মনে করছেন, ফর্মে থাকা স্টিভ স্মিথ বা ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়াকে শক্তিশালী করবেন ঠিকই। তবে ভারতীয় বোলাররা ২০১৮-’১৯ সালের টেস্ট সিরিজ জয়ের পুনরাবৃত্তি করার মতো পারফর্ম করতে পারবেন।
প্রসঙ্গত, সেই সিরিজে পূজারা ৫০০-র বেশি রান করেছিলেন। যার মধ্যে তিনটি সেঞ্চুরি ছিল। যার সৌজন্যে ভারত ২-১ সিরিজ জেতে। ৭১ বছরের ইতিহাসে ভারত সেই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছিল। তবে সেই সিরিজে স্মিথ এবং ওয়ার্নার খেলেননি। পূজারা বলছেন, ‘‘সন্দেহ নেই, ২০১৮-’১৯ সালের থেকে এ বার ওদের ব্যাটিং লাইন-আপ শক্তিশালী থাকবে। কিন্তু, এটাও মনে রাখতে হবে, সে সময় জয় সহজে আসেনি। বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিততে গেলে সবসময়েই কঠিন লড়াই করতে হয়।’’
Find Out More: