মুখোমুখি কেরালা ব্লাস্টার্স-এটিকে মোহনবাগান

A G Bengali
এ বারের আইএসএল মানে নতুন রূপের আইএসএল। যেখানে কলকাতার দুই প্রধান প্রথম বার যুক্ত হয়েছে। যদিও তা সম্ভব হয়েছে অন্য ক্লাব বা লগ্নিকারীর সঙ্গে সংযুক্তিকরণের মাধ্যমে। মোহনবাগান গাঁটছড়া বেঁধেছে এটিকের সঙ্গে। তারা এখন এটিকে-মোহনবাগান। শ্রী সিমেন্টকে লগ্নিকারী হিসেবে পেয়ে একেবারে শেষ মুহূর্তে আইএসএলে ঢুকেছে ইস্টবেঙ্গল। তারা এখন এসসি ইস্টবেঙ্গল। তবে দু’দলের লগ্নিকারীরাই ঐতিহ্যের সেই জার্সির রং ধরে রেখেছে, তাই সমর্থকদের আবেগ জড়িত না হয়ে উপায় কোথায়! গত মরসুমের যে দল নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন হাবাস এটিকের বেশিরভাগ ফুটবলারকেই তিনি এবার দলে রেখেছেন। সেই দলের সঙ্গে যোগ হয়েছে সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বসু, তিরি, ইনম্যান।  
অন্যদিকে গত বার মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করা স্প্যানিশ কোচ কিবু ভিকুনা এবার কেরালা ব্লাস্টার্সের দায়িত্বে। ২০১৪ সাল থেকে আইএসএলে এই দুই দল মুখোমুখি হয়েছে ১৪ বার। পাঁচবার জিতেছে এটিকে। চারটি ম্যাচ জিতেছে কেরালা। পাঁচ ম্যাচ ড্র হয়েছে। তবে গত মরসুমে কেরালা ব্লাস্টার্সকে হারাতে পারেনি হাবাসের দল। এবার তাই প্রথম ম্যাচেই জয়ের খোঁজে রয় কৃষ্ণা, এডু গার্সিয়ারা। ছবি - ট্যুইটার থেকে নেওয়া

Find Out More:

Related Articles: