অস্ট্রেলিয়াকে পাল্টা আত্মবিশ্বাসী শামির

frame অস্ট্রেলিয়াকে পাল্টা আত্মবিশ্বাসী শামির

A G Bengali
কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে এ বারের আইপিএলে ২০টি উইকেট নেন বাংলার পেসার। লিগে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ ডাবল সুপার ওভারে গড়িয়েছিল। সেই ম্যাচে বল হাতে সুপার ওভারে প্রতিপক্ষকে ৫ রান তুলতে দেননি শামি।

বিসিসিআই টিভিতে তিনি বলেছেন, “কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে আইপিএলের পারফরম্যান্স আমাকে যথেষ্ট আত্মবিশ্বাস জুগিয়েছে। আমি ঠিক রাস্তাতেই রয়েছি। সব চেয়ে বড় অ্যাডভান্টেজ হল, চাপ না নিয়ে আসন্ন সিরিজের প্রস্তুতি নিচ্ছি।” শামি পরিষ্কার করে দিয়েছেন যে অস্ট্রেলিয়া যতই মনস্তাত্ত্বিক চাপে ফেলার চেষ্টা করে যাক, ভারতীয় শিবির রয়েছে ফুরফুরে মেজাজেই।  

Find Out More:

Related Articles: