সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়া আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে বড় অবদান ছিল সূর্যের। ১৬ ম্যাচে তিনি করেন ৪৮০ রান। গড় ছিল ৪০। হাফ সেঞ্চুরির সংখ্যা ছিল ৪। মুম্বইয়ের হয়ে ঈশান কিষাণ (৫১৬ রান) ও কুইন্টন ডি ককের (৫০৩ রান) পরেই ছিলেন তিনি। এর আগে ২০১৮ ও ২০১৯ সালের আইপিএলে তাঁর ব্যাটে এসেছিল যথাক্রমে ৫১২ ও ৪২৪ রান।
এক বেসরকারি টিভি চ্যানেলের ক্রিকেট শোয়ে ব্রায়ান লারা বলেছেন, “ও দুর্দান্ত খেলোয়াড়। আমি শুধু ক্রিকেটারদের রান দেখি না। আমি তাদের টেকনিক, চাপের মুখে খেলার ক্ষমতা, কোন জায়গায় তারা ব্যাট করছে, সেগুলোও দেখি। আর সব দিক বিচার করে বলছি মুম্বইয়ের হয়ে দুর্দান্ত খেলেছে সূর্য।”
Find Out More: