সমর্থকদের অন্ধবিশ্বাসই সত্যি হল

A G Bengali
প্রথম ম্যাচেই বিশ্রী হার। তারপর সমালোচনার ঝড় উঠেছে। সেই সঙ্গে সমর্থকদের অন্ধবিশ্বাসই সত্যি হল। কুসংস্কার বা অন্ধবিশ্বাসে ধুনো দেওয়ায় আমরা বিশ্বাসী নই! কিন্তু কখনও মানুষের এই অন্ধবিশ্বাস সত্যি হয়ে যায়। আর তখনই তা নিয়ে আলোচনা শুরু হয়। ঠিক যেমনটা হল ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ শুরুর আগে। এই সিরিজে ভারতীয় দলের ক্রিকেটারদের গায়ে উঠেছিল নতুন ডিজাইন-এর জার্সি। রেট্রো জার্সি। সেই জার্সি গাঢ় নীল রঙের। কাঁধের সামনে রয়েছে সবুজ, লাল, সাদা রঙের শেড। সেই জার্সি পরে কোহলিদের নতুন লুক অনেকের পছন্দ হয়েছিল বটে! কিন্তু কোহলিদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠে গেল।
অন্যদিকে এই হার নিয়ে গম্ভীর বলেছেন, “গত বিশ্বকাপ থেকেই এমন ঘটছে। হার্দিক পান্ড্য যদি বল করার মতো ফিট না হয়, তবে  দলের ষষ্ঠ বোলার কোথায়? আমার মনে হয় এই জায়গায় একমাত্র বিজয় শঙ্করকে দিয়েই কাজ হতে পারে। কিন্তু ৫ বা ৬ নম্বরে গিয়ে ও কি হার্দিকের মতো ব্যাট হাতে একই রকম প্রভাব ফেলতে পারবে? বা, ওকে কি ৭-৮ ওভার বল করতে দেওয়া যাবে? আমার তো সংশয় রয়েছে।” 

Find Out More:

Related Articles: