ম্যাচ চলাকালীন মাঠেই প্রেম নিবেদন

frame ম্যাচ চলাকালীন মাঠেই প্রেম নিবেদন

A G Bengali
মাঠেই প্রেম নিবেদন। এমন দৃশ্য আগে অনেকবারই দেখা গিয়েছে। এবার সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন দেখা গেল সেই দৃশ্য। রবিবার দ্বিতীয় একদিনের ম্যাচের সময় গ্যালারিতেই এক অস্ট্রেলিয়ান মহিলাকে প্রেম নিবেদন করে বসলেন এক ভারতীয়। মুহুর্তেই ভাইরাল সেই ভিডিও। 

তখন ভারতীয় ইনিংসের ২০ ওভার। ২ উইকেটে বোর্ডে উঠেছে ১২৬ রান। শ্রেয়াস আইয়ারের সঙ্গে জুটি বেঁধে রান তাড়া করার লক্ষ্যে এগোচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। আর সেই সময়ই লাইভ ক্যামেরার ফোকাস মাঠ ছেড়ে গেল গ্যালারিতে। দেখা গেল ভারতীয় জার্সি পরা এক সমর্থক অজি গার্লফ্রেন্ডকে হাঁটু গেড়ে বসে আংটি দিয়ে প্রোপোজ করছেন। এবং জবাবের অপেক্ষা করছেন। শেষ পর্যন্ত ইতিবাচক উত্তর আসে। দু’জনে জড়িয়ে ধরে চুম্বন করেন। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠে গোটা মাঠ।  

Find Out More:

Related Articles:

Unable to Load More