বিরাট প্রসঙ্গে হরভজন

frame বিরাট প্রসঙ্গে হরভজন

A G Bengali
অধিনায়ক হিসেবে কোহালিকেই দেখতে চেয়ে সরব হয়েছেন হরভজন। ভাজ্জি বলেছেন, “আমার মনে হয় না নেতৃত্ব নিয়ে কোনও রকম চাপে রয়েছে কোহালি। নেতৃত্ব ওর ক্ষেত্রে বোঝা বলেও মনে করি না। আমার মনে হয় ও চ্যালেঞ্জ নিতে ভালবাসে। ও এক জন নেতা যে কি না সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেয় আর সতীর্থদের সামনে উদাহরণ স্থাপন করে যাতে দল জিততে পারে।”  

শুক্রবার সিরিজের প্রথম এক দিনের ম্যাচে ৬৬ রানে হেরেছে টিম ইন্ডিয়া। রবিবার দ্বিতীয় এক দিনের ম্যাচে হারতে হয়েছে ৫১ রানে। হরভজন যদিও অধিনায়কের পাশে দাঁড়িয়ে বলেছেন, “আমার মনে হয় না নেতৃত্ব কোনও ভাবে প্রভাবিত করছে বিরাট কোহালিকে। কারণ, এক জন ম্যাচ জেতাতে পারে না। বিরাট কোহালি ও রোহিত শর্মা দাঁড়িয়ে থেকে দলকে এগিয়ে নিয়ে যাবে, বেশির ভাগ রান করবে, এমনই ধারণা হয়ে গিয়েছে।”

Find Out More:

Related Articles:

Unable to Load More