দ্রুততম কোহালি, ভাঙলেন সচিনের রেকর্ড

A G Bengali
১৭ বছরের রেকর্ড। সচিন তেণ্জুলকরের সেই রেকর্ডও ভেঙে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বুধবার ক্যানবেরায় তৃতীয় ওয়ান ডে-তে অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারিয়ে জয়ের খাতা খুলল বিরাট-বাহিনী। ভারতীয় অধিনায়ক বিরাট কোহালির মুকুটেও নতুন পালক যোগ হল বুধবার। ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ক্রিকেটার হিসেবে ১২ হাজার রানের গণ্ডি পেরিয়ে গেলেন তিনি।  বিরাট ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের ১৭ বছরের পুরনো রেকর্ড। মাত্র ২৪২ ইনিংসে এই মাইলফলকে পৌঁছলেন  বিরাট, যা সচিনের চেয়ে ৫৮ ইনিংস কম। ১২ হাজার রানের গণ্ডি পেরোতে সচিনের  লেগেছিল ৩০০ ইনিংস। 
সচিন ও বিরাটের সঙ্গেই ১২ হাজার রানের ক্লাবে রয়েছেন কুমার সঙ্গকারা (১৪,২৩৪), রিকি পন্টিং (১৩,৭০৪), সনৎ জয়সূর্য (১৩, ৪৩০) ও মাহেলা জয়বর্ধনে (১২,৭৫০)। কিন্তু আড়াইশোরও কম ইনিংসে ১২ হাজার রানে পৌঁছনোটা বিস্ময়কর রেকর্ড। অস্ট্রেলিয়ার পেসার শন অ্যাবটের বল মিড-উইকেটে ঠেলে এক রান নিয়ে এই মাইলফলকে  পৌঁছন বিরাট।  

Find Out More:

Related Articles: