রয়ের গোল, ওড়িশা বধ এটিকের

frame রয়ের গোল, ওড়িশা বধ এটিকের

A G Bengali
জয়ের হ্যাটট্রিক এটিকে-মোহনবাগানের। ৯৪ মিনিটে রয় কৃষ্ণর গোলে ম্যাচ জিতল আন্তোনিয়ো লোপেজ হাবাসের দল। আর তাতেই ওড়িশাকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক করল অ্যান্তোনিও লোপেজ হাবাসের এটিকে মোহনবাগান। আদর করে রয় কৃষ্ণাকে এখন জয় কৃষ্ণা বলে ডাকতে শুরু করে দিয়েছেন সবুজ-মেরুন সমর্থকরা। এ বারের টুর্নামেন্টে শুরুটা ভাল হয়নি ওডিশার। হায়দরাবাদের কাছে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পরে জামশেদপুরের বিরুদ্ধে ড্র করেছিল ওডিশা। তাদের দুই ফুটবলার মার্সেলিনহো ও দিয়েগো মরিসিওকে নজরে রেখেছিলেন হাবাসের  ছেলেরা। মার্সেলিনহোকে আগে থেকেই চিনতেন হাবাস।

এ দিন ম্যাচের শুরুতেই মার্সেলিনহোকে কড়া ট্যাকল করেন তিরি। সে যাত্রায় তিনি হলুদ কার্ড দেখেন। কিন্তু ওই কড়া ট্যাকলের ফলে মার্সেলিনহো নিজের সহজাত খেলা আর খেলতে পারেননি। ৬৭ মিনিটে তাঁকে তুলে নেওয়া হয়। মরিসিওকেও তুলে নেওয়া হয়। আর এই দুই ফুটবলার উঠে যাওয়ায় এটিকে-মোহনবাগানের রক্ষণভাগ অনেক নিশ্চিন্তে খেলতে শুরু করে। 

Find Out More:

Related Articles:

Unable to Load More