ব্যাট করতে গিয়ে রবীন্দ্র জাদেজার পায়ে চোট লাগে। আর শেষ ওভারে জাদেজার মাথায় বল লাগার কারণে তাঁর বদলে কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমেছিলেন যুজবেন্দ্র চাহাল। আর মাঠে নেমে চার ওভার বল করে ২৫ রান দিয়ে তিনটি উইকেট নেন চাহল। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে প্রথম ভাঙন ধরানোর চাহালই, অ্যারন ফিঞ্চকে আউট করে। এরপর তুলে নেন স্টিভ স্মিথ এবং ম্যাথিউ ওয়েড-কে। আর জাদেজার কনকাশন প্রসঙ্গে কোহলি বলেন, ‘‘মাথায় বল লেগেছিল জাড্ডুর (জাডেজা)। একটু আচ্ছন্ন ছিল। এখনও আছে। কনকাশন রিপ্লেসমেন্ট বিষয়টা একটু গোলমেলে। আজ এটা আমাদের পক্ষে গিয়েছে। কাল না-ও যেতে পারে। তবে ও দুর্দান্ত বল করেছে। উইকেট থেকে অনেকটাই সাহায্য পেয়েছে।’’
ফি়ঞ্চ বিষয়টি নিয়ে বলেন, ‘‘ওদের ডাক্তার পরীক্ষা করে জানিয়েছে, জাডেজা আর মাঠে নামতে পারবে না। আর যাই হোক, মেডিক্যাল রিপোর্ট নিয়ে তো আর চ্যালেঞ্জ করা যায় না।’’
Find Out More: