দিয়েগো মারাদোনা চলে যাওয়ার সাত দিন পরেও তাঁকে ভুলতে পারছেন না পেলে। আর তাই এবার মারাদোনাকে আবেগে ভরা খোলা চিঠি লিখলেন পেলে। ইনস্টাগ্রামে মারাদোনার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে পেলে লেখেন, আজ ৭ দিন হয়ে গেল, তুমি নেই। অনেক মানুষ আছেন, যাঁরা সারা জীবন তোমার সঙ্গে আমার তুলনা করে এসেছেন। তুমি একজন জিনিয়াস। বিশ্বকে মাতিয়ে দিয়েছিলে। তোমার পায়ে বল মানেই জাদু। তুমি সত্যিকারের কিংবদন্তি।
কিন্তু এসব কিছুর থেকেও বড় কথা হল, আমার কাছে তুমি সবসময় একজন খুব ভাল বন্ধু। তোমার হৃদয়টা অনেক বড়। আমি জানি, যদি আমরা পরস্পরের এই তুলনা না করে যদি একজন আরেকজনকে শ্রদ্ধা করতাম, তাহলে আজ পৃথিবীটা হয়ত আরেকটু সুন্দর হত। তাই আজ আমি বলতে চাই, তুমি অতুলনীয়।