রোহিতের সম্ভাবনা বাড়ছে

frame রোহিতের সম্ভাবনা বাড়ছে

A G Bengali
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট খেলে বিরাট কোহালি দেশে ফিরে এলেও ভারতের চিন্তা অনেকটাই কমবে। কারণ সিরিজের শেষ ২ টেস্টে রোহিত শর্মার খেলার সম্ভাবনা বাড়ছে। ১১ ডিসেম্বর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাদেমিতে তাঁর ফিটনেস টেস্ট হবে। মনে করা হচ্ছে যে রোহিত সেই টেস্টে পাশ করবেন। যা খবর, হ্যামস্ট্রিংয়ের চোট দ্রুত সারিয়ে উঠছেন রোহিত। 
বিসিসিআই সূত্রে খবর, চোট সারিয়ে অনেকটাই সুস্থ রোহিত শর্মা। হিটম্যানের হ্যামস্ট্রিং এখন আগের থেকে অনেক ভাল জায়গায় রয়েছে। ফলে ১১ তারিখ আশা করা হচ্ছে লেটারমার্কস নিয়ে ফিটনেস টেস্টে পাশ করবেন রোহিত শর্মা। আর ফিটনেস টেস্টে পাশ করার দু-একদিনের মধ্যেই অস্ট্রেলিয়ার উড়ান ধরবেন হিটম্যান।  সেখানে গিয়ে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁকে।  তারপর এক সপ্তাহের প্রস্তুতি নিয়ে তৃতীয় এবং চতুর্থ টেস্টে খেলার সম্ভাবনা থাকছে রোহিত শর্মার। 

Find Out More:

Related Articles:

Unable to Load More