টি-২০ র‌্যাঙ্কিংয়ে অজিদের টপকাতে মরিয়া কোহলিরা

A G Bengali
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতকে ১-২ ফলে হারতে হয়েছে। প্রায় একই দল নিয়ে খেলে সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টি-টোয়েন্টি সিরিজ ভারত এক ম্যাচ বাকি থাকতে জিতে নিয়েছে। টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের সাফল্যের মূল কারণ আইপিএল। নিঃসন্দেহে আইপিএল বছরের পর বছর ধরে ভারতীয় ক্রিকেটকে টি-টোয়েন্টির জন্য প্লেয়ারের জোগান দিয়ে যাচ্ছে। অন্যদিকে,  মঙ্গলবার নিয়মরক্ষার শেষ ম্যাচ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। কাল ম্যাচ জিতলে এক ঢিলে দুই পাখি মারবে কোহলির টিম ইন্ডিয়া। মঙ্গলবার অস্ট্রেলিয়াকে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে হারাতে পারলেই সিডনিতে হোয়াইটওয়াশ হবে অজিরা। ওয়ার্নার, কামিন্স, স্টার্কহীন অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে চুনকামের লক্ষ্যে কোহলির দল।
মঙ্গলবার সিডনিতে জিততে পারলেই আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে টপকে দু নম্বরে উঠে আসবে টিম ইন্ডিয়া। ২৬৯ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে বর্তমানে তিন নম্বরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ২৭০ পয়েন্ট নিয়ে আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে অস্ট্রেলিয়া। মঙ্গলবার ভারত জিতলেই ২ পয়েন্ট যোগ হবে কোহলিদের একই সঙ্গে ২ পয়েন্ট কমে যাবে অস্ট্রেলিয়ার। ফলে ২৭১ রেটিং পয়েন্ট নিয়ে ভারত আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে আসবে। অন্যদিকে ২৬৮ পয়েন্ট নিয়ে আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে নেমে যাবে অজিরা। ২৭৫ পয়েন্ট নিয়ে আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ইংল্যান্ড। 

Find Out More:

Related Articles: